অনুসন্ধান আকাংক্ষাত

Thursday, April 5, 2012

আকাশ সাবটি নামিলোঁ সাগৰত


আকাশ সাবটি
নামিলোঁ সাগৰত
       বুকুত কঢ়িয়ালোঁ
              আগ্নেয়গিৰি ৷

শব্দৰ বৰষুণে
       ধৰিলে হাবটি
              কণ্ঠত সুৰৰ
                     অনন্ত সুহুৰি ৷৷

অন্তহীন তৃষাৰে
       ঘূৰিলো ফুৰিলোঁ
              খুলি দিলোঁ মোৰ
                     জীৱন সঁফুৰা ৷

নাজানো কিমাননো
       কান্দিলোঁ হাঁহিলো
              সকলো এতিয়া
                     স্মৃতিৰ নিজৰা ৷৷

প্রেমৰ বন্যাই মই
      ধুৱালোঁ তোমাক
            হে মোৰ মৰমৰ
                  বিশ্লেষণ দাতা ৷

আবেলিৰ বেলিত আহি
      দেখিলোঁ তোমাক
            তুমি মোৰ হেঁপাহৰ
                  জীৱনশ্রোতা ৷৷

(গুৱাহাটী: ১১ মাৰ্চ, ২০০৭ চন )
(ভূপেন হাজৰিকাদেৱৰ গীত)
(ইউনিক'ডীয় ৰূপান্তৰ - দিগন্ত শইকীয়া)

No comments: