অনুসন্ধান আকাংক্ষাত

Wednesday, April 4, 2012

অ’ ককাইটি অ’

[Bhupen Hazarika's songs and Lyrics:- O Kokaiti O]


ভায়েক :     ককাইটি অ .........
ককায়েক : কি হ কি হল অ ?
ভায়েক :     চুচুক্-চামাককৈ দীপালীজনীয়ে কিয়
                   মোৰ পিনে ৰ লাগিচায় ?
ককায়েক :  ভাইটি, তই বজিকে পোৱাহে নাই ৷
                   ভাইটি , তাই বোধ হয় তোকেই ভাল পায় !
ভায়েক :     সৌ কৰৱীজনীয়ে কিয় মৰমী চাৱনিৰে
                    খিৰিকীমুখত থিয় হয় ?
ককায়েক : ভাইটি এইয়া প্রথম প্রমৰে পৰিচয় ৷
                   ভাইটি এইয়া মৰম বোটলাৰ সময় ৷
ভায়েক :     পিচে দীপালী কৰৱীকে
                   দীপক বৰুৱাৰ সতে
                   মিলা দেখি কিবা ভাৱ হয় !
ককায়েক : অ তেনে ভীষন কথা হল ভাই
                   তেনে মোৰ উপদেশ দিবলৈ নাই

                   তহঁতৰ বয়স ৰঙীন সৰস
                   বুজিও নুবুজ একো ৷
দুয়ো :         যেনিয়ে চকু যায়, তেনিয়ে থমকি ৰয়
                   নেচাবৰ মন নাই কাকো ৷
ভায়েক :     আৰু লিপিকা দেৱীয়ে কিয়
                   নীলা নীলা চিঠিৰে
                   বহু বহু মিঠা কথা কয় ?
ককায়েক : ভাইটি, তোৰ সমান আৰু অঁকৰা নাই
                   শুনিছোঁ বহুতলে চিঠি লিখে তাই

ভায়েক :     আৰু সৌজনী অঞ্জনা হংস খোজেৰে দেখোঁ
                   মোৰ পিনে আহে আগুৱাই !
ককায়েক : ভাইটি, তই সাৱধান হোৱা কিয় নাই ?
                   বহুতে কয় বহুতকে ভাল পায় তাই ৷
ককায়েক :  কথা: সাৱধান কৰি দিছোঁ কিন্তু ..

ভায়েক :     সৌৱা মিচিক-মাচাক্ কৈ
                   হাঁহি হাঁহি চম্পাই
                   মিঠাকৈ কিয় গীত গায় ?
ভায়েক :     কাইটি তয়ো দেখোঁ বুজি পোৱা নাই ৷
ককায়েক :  বুজিছোঁ  গাইছে তোকেই শুনাই ৷
ভায়েক :     কাইটি তয়ো গীতৰে ভাষা বুজা নাই
ককায়েক :  বুজিছো গীতৰ বাহিৰে একো নাই ৷

( কলকাতা , ১৯৬৮ চন )

(জয়ন্ত হাজৰিকা আৰু ভূপেন হাজৰিকাদেৱৰ কন্ঠেৰে নিগৰিত গীতটি)
ইউনিক'ডীয় ৰূপান্তৰ - দিগন্ত শইকীয়া

No comments: